ইউপি ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১৯:৪৭

রাজশাহী থেকে:

রাজশাহীতে ইউনিয়ন পরিষদ ভবন থেকে মোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে নগরীর উপকণ্ঠ পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের যুগলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোফাজ্জল। সে পেশায় ভ্যানচালক। ১০-১২ দিন আগে হরিপুর ইউনিয়নের নলপুকুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সাথে বিয়ে হয় তার।

ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিলের দাবি, ওই যুবক আত্মহত্যা করেছেন। দুদিন আগে মোফাজ্জল স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। কিন্তু কিছুতে সে স্বামীর সাথে আসতে রাজি হননি। শনিবার(২৮ নভেম্বর) স্থানীয় লোকজন মদ্যপ অবস্থায় তাকে চেয়ারম্যানের কাছে রেখে গেলে রাতে তাকে ইউপি ভবনের একটি কক্ষেই রাখা হয়। রোববার তাদের দাম্পত্য কলহের বিষয়ে মিমাংসায় দু’পক্ষের বসার কথা ছিল।

তিনি জানান, রোববার ভোরে দায়িত্বরত গ্রাম পুলিশ জানালা দিয়ে মোফাজ্জলের ঝুলন্ত মরদেহ দেখে তাকে খবর দিলে, তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, জানালার সঙ্গে লেপের একটি ছেঁড়া অংশ গলায় পেঁচানো অবস্থায় মোফাজ্জলের মরদেহ ঝুলছিল।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top