শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শিবচরে গণধর্ষণের শিকার গৃহবধূ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৬:৩৬

মাদারীপুর থেকে:

মাদারীপুর জেলার শিবচরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ দুই জনকে গ্রপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ ডিসেম্বর) রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে শিবচর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হল- আঁখি আক্তার (২৫), সুবল মণ্ডল ওরফে সুমন মোল্লা (৩২), সোহেল (৩৫), এসকান (৩৭) ও অটোরিকশাচালক সোহাগ হাওলাদার।

ভুক্তভোগী জানায়, মামলার প্রধান আসামি উপজেলার রাজারচর মোল্লাকান্দি এলাকার এক নারী পূর্ব পরিচয়ের সূত্র ধরে ধর্ষণের শিকার গৃহবধুকে দেহ ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত হতে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিত।

শনিবার দুপুরে পূর্ব শত্রুতার জেরে সোনার বাংলা প্লাজার কাছে বাচ্চার জন্য দুধ কেনার টাকা আনতে পাঁচ্চর সোনারবাংলা প্লাজার কাছে তার ফুপাত ভাইয়ের কাছে আসেন। এসময় ওই নারী ও তার সহযোগিরা জোর করে তাকে একটি ইজিবাইকে উঠিয়ে বাখরেরকান্দি প্রজেক্টের মধ্যে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে আটকে রাখে। সেখানে প্রথমে তাকে মারধর করে তারা। এরপর সোহেল, এসকান ও সুবল মণ্ডল নামে তিন ব্যক্তি তাকে একাধিকবার ধর্ষণ করে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মুখ বেঁধে ইজিবাইকে করে পুনরায় ধর্ষণের জন্য অন্যত্র নেওয়ার সময় ভুক্তভোগী কৌশলে মুখ খুলে চিৎকার করে। স্থানীয়রা চিৎকার শুনে মোটরসাইকেল নিয়ে এসে ধাওয়া করে ইজিবাই আটক করে তাকে উদ্ধার করে। এসময় ইজিবাইকে থাকা আসামিরা দ্রুত পালিয়ে যায়।

শিবচর থানার তদন্ত কর্মকর্তা মো. আমির হোসেন সেরনিয়াবাত জানান, ভুক্তভোগীকে মাদারীপুর সদর হাসপাতালে মেডিক্যালে রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান,পুলিশ অভিযান চালিয়ে ধষর্ণরে সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top