বঙ্গোপসাগর থেকে ইয়াবাসহ পাচারকারী আটক
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৭:১১
কক্সবাজার থেকে:
বঙ্গোপসাগরে গভীরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের বড়ঢিল থেকে প্রায় ২৫/৩০ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে গভীর সমুদ্রে বিশেষ অভিযান চালায়।
অভিযানে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশী চালিয়ে ০৫ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৭ জন ইয়াবা পাচারকারীকে আটক করে কোস্টগার্ড। আটককৃত মহররম আলী (৪৪), আব্দুল শুক্কুর (২৬), আমানুল্লাহ (২৮), নুরুল আলম (৩৮), আব্দুল মোন্নাফ (৩৫), জাহিদ হোসেন (৩৩), ও আব্দুল পেডান (২২) সবাই টেকনাফের বাসিন্দা।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকা এবং আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।