রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

‌‌‌‌ভুয়া সনদে বীরাঙ্গনা স্বীকৃতি: জয়পুরহাটের সেই মহিলা আ. লীগ নেত্রী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৭

জেলা প্রতিনিধি:

‘ভুয়া কাগজপত্র’ দিয়ে বীরাঙ্গনা হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করায় জয়পুরহাট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বিবিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ  সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তার বহি:ষ্কারের বিষয়টি জানানো হয়।

জানা গেছে, বীরাঙ্গনা হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর কাগজপত্র জালিয়াতির মাধ্যমে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদন করেন আছমা বিবি ।

তার আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলায় কর্মরত ৫ সদস্যের সরকারি নারী কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ সিগমা ২৪ জুনের প্রতিবেদনে আছমা বিবিকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার জন্য সুপারিশ করেন।

বিষয়টি জানাজানি হলে জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী অভিযোগ তদন্ত করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অভিযোগপত্র দাখিল করেন।

 

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top