জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ব্র্যাক ব্যাংককে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

নিজস্ব প্রতিবেদক :

আসামি না হয়েও বিনা অপরাধে তিন বছর জেল খাটার ঘটনায় পাটকলকর্মী জাহালমকে ক্ষতিপূরণ হিসেবে ব্র্যাক ব্যাংককে ১৫ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি বিচারপতি এফ আর নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এই রায় দেয়।

রায়ের কপি পাওয়ার এক মাসের মধ্যে ব্র্যাক ব্যাংককে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে হবে। পাশাপাশি টাকা দেওয়ার এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে তা লিখিতভাবে জানাতে হবে।

যে কারণে ব্র্যাক ব্যাংককেই ক্ষতিপূরণ দিতে হচ্ছে

সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের এপ্রিলে ৩৩টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তদন্ত বলা হয়, সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখা আবু সালেকসহ জালিয়াত চক্রের তিনজনের হিসাব থেকে ১০৬টি চেক ইস্যু করা হয়। চেকগুলো ১৮টি ব্যাংকের ১৩টি হিসাবে ক্লিয়ারিংয়ের মাধ্যমে জমা করে ১৮ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ওই ১৮টি ব্যাংকের মধ্যে একটি হল ব্র্যাক ব্যাংক।

কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে গ্রেপ্তার করা হয় টাঙ্গাইলের জাহালমকে। তাকে ‘আবু সালেক’ হিসেবে শনাক্ত করেছিলেন ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তা। সে কারণে ব্র্যাক ব্যাংককে এই জরিমানা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

আদালত বলেছে, এ ঘটনায় সোনালী ব্যাংকের কোনো ভুল না পাওয়ায় তাদের জরিমানা করা হয়নি।

তবে দুদককে হাই কোর্ট সতর্ক করে দিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এছাড়া, জাহালমকে গ্রেপ্তার দেখানো আরো ৩৩টি মামলা পুনঃতদন্ত করে দ্রুত সময়ে বিচার শেষ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top