আঞ্চলিক র‍্যাপের নতুন ইতিহাস লিখছেন T Zed

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৯:৩৩

ছবি: সংগৃহীত

পাবনার জনপ্রিয় র‍্যাপার T Zed। ২০১৭ সালে তিনি র‍্যাপ গান শুরু করেন। ছোটবেলায় সুর আর কথার মধ্যে খুঁজে পেতো নিজের শান্তি। কাগজে লিখতে শুরু করলো নিজের কষ্ট, রাস্তাঘাট আর বাস্তবতার গল্প।

২০২১ সালে প্রথমবার সে পাবনার আঞ্চলিক ভাষায় গান গায়, যা বেশ জনপ্রিয় হয়ে উঠে স্থানীয় মানুষের কাছে। তারপর আঞ্চলিক ভাষায় বেশ কিছু গান গায়ে তিনি। যেমন 6600, Shaaticup, CARE, CASE, UNNOTICED।

হিপ হপ সিন্ডিকেটের কারণে কিছু সময় সে র‍্যাপ থেকে দূরে সরে যায়। বিদেশে গিয়ে নিজের জীবন পরিচালনা শুরু করে, নতুন অভিজ্ঞতা অর্জন করে।

কিছুদিন আগে দেশে ফিরে প্রকাশ করে বাটপার গানটি। প্রিয় ফ্যানদের জন্য তার অ্যালবামের খুব শীঘ্রই আসছে। প্রতিটি গান যেন তার জীবনের একেকটা অধ্যায়, যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। T Zed এখন শুধু র‍্যাপার নয়, বরং প্রমাণ করে নিজের স্বপ্ন, সাহস এবং প্রতিভার গল্প।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top