• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


প্রদীপকে জিজ্ঞাসাবাদে স্বরাষ্ট্রের তদন্ত কমিটি কক্সবাজারে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৫

ফাইল ছবি: ওসি প্রদীপ

নিজস্ব প্রতিনিধি। নিউজফ্ল্যাশ৭১.কম

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তার টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা বুধবার কক্সবাজার কারাগারে গেছেন। চার দফায় ১৫ দিনের রিমান্ড শেষে প্রদীপ কুমার দাশ এখন কক্সবাজার কারাগারে আছেন।

কক্সবাজার কারাগার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির সদস্যরা কারাগারে পৌঁছান তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যরা। এর আগে তিনি কমিটির প্রধান জানিয়েছিলেন, সিনহা হত্যার ঘটনায় গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিকে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

৩১ জুলাই রাতে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাত এবং নীলিমা রিসোর্ট থেকে তাদের আরেক সহকর্মী শিপ্রা দেবনাথকে আটক করা হয়। তারা বর্তমানে জামিনে মুক্ত আছেন।

ওই ঘটনায় টেকনাফ থানায় করা পুলিশের মামলায় সাক্ষী করা হয় মারিশবুনিয়া গ্রামের তিন বাসিন্দা নুরুল আমিন, নাজিম উদ্দিন ও মোহাম্মদ আইয়াসকে। পরে তাঁদের তিনজনকে সিনহার বোনের করা মামলায় গ্রেপ্তার দেখায় র‌্যাবের তদন্ত কর্মকর্তা। গত ২৩ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়ার পর তৃতীয় দফায় তাদেরকে তিনদিনের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নিয়েছে।

এমকে/এনএফ৭১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top