বিরল প্রজাতির তক্ষকসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ডের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০, ১৭:৪৫

ইনসেটে জব্দ করা তক্ষক

নিজস্ব প্রতিবেদক:

খুলনার পাইকগাছা থানাধীন গড়ইখালী খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ০২ টি তক্ষকসহ ০৫ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

গতকাল (০৬ অক্টোবর) বিকালে কোষ্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

বিরল প্রজাতির তক্ষক দুটির একটির ওজন ৪০০ গ্রাম ও দৈর্ঘ্য ১৬ ইঞ্চি এবং অপরটির ওজন ৩০০ গ্রাম ও দৈর্ঘ্য ১২ ইঞ্চি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে জানান, তক্ষক দুইটির আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৪ লক্ষ ৩০ হাজার টাকা। আটক ৫ জন হলেন- মোঃ সাইফুল ইসলাম(৩০),  জিয়উল(৩০), রুবেল(২৫), রশিদ(২৬) ও জয়নাল(৩০)।

জব্দকৃত তক্ষক দু’টি ইউএনও পাইকগাছা এর তত্বাবধানে পাইকগাছা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। এসময় আটক ব্যক্তিদেরকে আর্থিক জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এম হায়াত।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top