প্রতারণার মামলায় ৪ দিনের রিমান্ডে সাহেদ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১৭:৫৩
চট্টগ্রাম থেকে:
চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ৪ দিনে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে দেড়টার দিকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তোলা হলে আদালত এ আদেশ দেন।
এর আগে সাহেদকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালতে তোলা হয়। আদালতে গ্রেফতার দেখানো হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানির জন্য সিএমএম শফি উদ্দিনের আদালতে পাঠিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, ঢাকায় রুট পারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়। ওই মামলায় রবিবার আদালতে হাজিরার জন্য সাহেদ করিমকে চট্টগ্রামে আনা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।