বঙ্গোপসাগরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক, ৭ জেলে উদ্ধার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ১৯:৫৪

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফের নোয়াখালীপাড়া হতে ১২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে কোস্টগার্ড। এসময় ডাকাতদের নৌকা থেকে হাত-পা বাধা অবস্থায় ০৭ জন বাংলাদেশী জেলেকে উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক এসব তথ্য জানান।

গতরাত ৩ টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এই অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতদের নৌকা তল্লাশী করে ০২টি দেশীয় একনলা বন্দুক, ০৮ রাউন্ডস কার্তুজ, ১০ টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র ও ০১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটককৃতদের সবাই মায়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।

এদিকে, অভিযানে উদ্ধারকৃত বাংলাদেশী জেলেদের ডুবে যাওয়া একটি নৌকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা সকলেই টেকনাফের নোয়াখালীপাড়ার বাসিন্দা। আটককৃত ডাকাত, উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএফ/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top