শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ঢাকার বাতাস আজও ‘খুবই অস্বাস্থ্যকর’

Nasir Uddin | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৫, ১৭:০০

ফাইল ছবি

গেল কয়েক দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে রয়েছে রাজধানী ঢাকা। এর ধারাবাহিকতায় বুধবার (২৯ জানুয়ারি) সকালেও খুব খারাপ অবস্থায় রয়েছে ঢাকা। বায়ুমান ২৭৬ নিয়ে দূষিত শহরের তালিকায়ঢাকার অবস্থান চারে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির রেকর্ড অনুযায়ী, বিশ্বের ১২৫ শহরের মধ্যে ঢাকার অবস্থান চারে, বায়ুমান ২৭৬। মানসূচকে ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ধরা হয় এবং এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা ভয়ানক পর্যায়ের দূষণ হিসেবে ধরা হয়।

তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এই তালিকায় ঝুঁকিপূর্ণ বায়ুদূষণ নিয়ে শীর্ষে রয়েছে চীনের উহান শহর, যার বায়ুমান ৪১০। এর পাশাপাশি এই দেশটির শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে চীনের হ্যাংঝু ও চেংরু। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ দূষণ ভারতের দিল্লিতে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয় আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘স্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top