বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

Nasir Uddin | প্রকাশিত: ৫ মার্চ ২০২৫, ১০:৩২

ফাইল ছবি

ঢাকার বাতাসের তেমন উন্নতি হয়নি। আজ বুধবার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে আজও শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। চীনের বেইজিংও রয়েছে দূষণ তালিকার দ্বিতীয় স্থানে। এই তথ্যটি এসেছে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে, যা গত বুধবার (৫ মার্চ) সকাল ৮টা ৪৮ মিনিটে প্রকাশিত হয়েছে।

বায়ুদূষণের শীর্ষে থাকা ঢাকার স্কোর বর্তমানে ১৭১, যার মানে বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বেইজিংয়ের দূষণ স্কোর ১৬৭, যা তাও অস্বাস্থ্যকর হিসেবে গণ্য। তৃতীয় নম্বরে রয়েছে উগান্ডার কামপালা। এই শহরটির স্কোর ১৬১ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বাতাসও।

আইকিউএয়ার সূচকে বায়ুর মানের জন্য ৫টি রেঞ্জ দেওয়া হয়। ০ থেকে ৫০ স্কোর মানে বায়ু ভালো, ৫১ থেকে ১০০ সহনীয়, ১০১ থেকে ১৫০ অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। ২০০ এর বেশি স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বলে গণ্য হয়।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top