ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
Nasir Uddin | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৪৫
![ফাইল ছবি](https://www.newsflash71.com/pmanager/dhaka-air-20241210210311.gif)
ছুটির দিন শুক্রবারও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এরই ধারাবাহিকতায় বায়ু দূষণের তালিকায় আজ সপ্তম অবস্থানে রয়েছে এই শহর। শুক্রবার (৭ ফেব্র“য়ারি) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দূষিত এই শহরের স্কোর ১৬০। এর ফলে শহরটির বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে ঢাকায় বায়ু দূষণের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ু দূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিু শ্বাসনালির সংক্রমণ এবং বিষন্নতার ঝুঁকি।
একই সময়ে ৩৯০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থানে রয়েছে কুয়েত সিটি। এর ফলে শহরটির বাতাস দূর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। এ ছাড়া ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মায়ানমার ইয়াঙ্গুন শহর, ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া স্কোর ১৭৯, ১৬৫ ও ১৬৫ নিয়ে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আবস্থনে রয়েছে ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু ও ভারতের মুম্বাই শহর
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।