এক বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ০৪:৪০
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ এপ্রিল) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এর আগের কার্যদিবস সোমবার (৪ এপ্রিল) উভয় পুঁজিবাজারে সূচকের পতনমুখী ছিল।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। বিশেষ করে ডিএসইতে ৫০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে, যা প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৪.৩০ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬০.৭৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৪.৬২ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫১টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির। এদিন ডিএসইতে ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৫ কোটি টাকা কম। এর আগে গত বছরের ১৫ এপ্রিল ডিএসইতে ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা লেনদেন হয়েছিল। সে হিসেবে প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে ডিএসইর লেনদেন।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২৫.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭৯৩.১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৪২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬৫৭.৬৯ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৪.৩৪ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৪টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত আছে ২৯টির। দিন শেষে সিএসইতে ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা কম।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: লেনদেন পুঁজিবাজার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।