সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

শনিবার থেকে বিকাশ-নগদ-রকেট-উপায় অ্যাকাউন্টে সরাসরি লেনদেন শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১০:৩২

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। শনিবার (১ নভেম্বর) থেকে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন (Interoperability) ব্যবস্থা চালু হয়েছে। এখন থেকে এক এমএফএস ওয়ালেট ব্যবহারকারী অন্য এমএফএস ওয়ালেট ব্যবহারকারীকে সরাসরি টাকা পাঠাতে পারবেন তৃতীয় কোনো অ্যাপের প্রয়োজন হবে না।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ গত ১৩ অক্টোবর এই সুবিধা চালুর ঘোষণা দিয়েছিল। নতুন এই ব্যবস্থা চালু হয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে, যা এতদিন শুধু ব্যাংক-টু-ব্যাংক লেনদেনে ব্যবহৃত হতো।

এর আগে বিভিন্ন এমএফএসের মধ্যে লেনদেনের একমাত্র মাধ্যম ছিল ‘বিনিময়’ অ্যাপ। তবে সেখানে প্রেরক ও গ্রহীতা উভয়কেই অ্যাপে নিবন্ধিত হতে হতো, যা অনেকের জন্য ঝামেলাপূর্ণ ছিল।

এখন থেকে এসব সীমাবদ্ধতা দূর হয়েছে। ব্যবহারকারীরা সহজেই এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশ ব্যাংক বলছে, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন ব্যবস্থায় এমএফএস ওয়ালেট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোও আগের চেয়ে সহজতর হয়েছে। একইসঙ্গে ব্যাংক, মোবাইল ওয়ালেট ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) প্রতিষ্ঠানগুলোও একে অপরের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবে।

পিএসপি প্রতিষ্ঠানগুলো মূলত ভোক্তা ও খুচরা বিক্রেতার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে থাকে।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নতুন চার্জ অনুযায়ী

  • এক এমএফএস থেকে অন্য এমএফএস-এ ১ হাজার টাকা পাঠাতে সর্বোচ্চ খরচ ৮ টাকা ৫০ পয়সা।

  • এমএফএস থেকে ব্যাংক বা পিএসপি-তে টাকা পাঠাতেও খরচ একই থাকবে।

  • ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস বা পিএসপি-তে টাকা পাঠালে প্রতি হাজারে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা খরচ হবে (ব্যাংক চাইলে বিনামূল্যেও সেবা দিতে পারবে)।

  • পিএসপি থেকে ব্যাংক বা এমএফএসে পাঠাতে প্রতি হাজারে ২ টাকা খরচ হবে, যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘রেভিনিউ শেয়ারিং’ করা হবে।

বর্তমানে দেশে বিকাশ, নগদ, রকেট, উপায়, এম ক্যাশ ও ট্যাপ এই ছয়টি প্রতিষ্ঠান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবা দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে দেশের ডিজিটাল আর্থিক খাত আরও একধাপ এগিয়ে গেল। এখন এক প্ল্যাটফর্ম থেকেই সম্ভব হবে ‘যেকোনো অ্যাকাউন্টে টাকা পাঠানোর’ সুবিধা—সহজে, দ্রুত, নিরাপদে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top