ভোজ্যতেলের দাম বাড়ল
বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনে নতুন মূল্য সোমবার থেকে কার্যকর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০০
সরকারের সঙ্গে আলোচনার পর অবশেষে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। রোববার (৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য ঘোষণা করা হয়। আগামী সোমবার (৮ ডিসেম্বর) থেকে তা কার্যকর হবে।
এর আগে ব্যবসায়ীরা সয়াবিন তেলের লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর ঘোষণা দিলেও সরকার সেটি বাতিল করে দেয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে নতুন সমন্বিত মূল্য নির্ধারণ করা হয়।
সংগঠনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী—
-
বোতলজাত সয়াবিন তেল (১ লিটার): ১৮৯ টাকা → ১৯৫ টাকা (৬ টাকা বৃদ্ধি)
-
খোলা সয়াবিন তেল (১ লিটার): নতুন মূল্য ১৭৬ টাকা
-
পাম অয়েল (১ লিটার): নতুন মূল্য ১৬৬ টাকা (১৬ টাকা বৃদ্ধি)
-
৫ লিটার বোতলজাত সয়াবিন তেল: ৯২২ টাকা → ৯৫৫ টাকা (৩৩ টাকা বৃদ্ধি)
গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজার ও উৎপাদন ব্যয়ের পরিবর্তন তুলে ধরে তেলের দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।
গত মাসের ১০ তারিখে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়ে তারা লিটারপ্রতি ৯ টাকা বৃদ্ধির প্রস্তাব দেয়। পরে ২৪ তারিখ থেকে তা কার্যকরও করতে শুরু করে।
কিন্তু সরকারের অনুমতি ছাড়াই দাম বাড়ানোয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তীব্র প্রতিক্রিয়া জানান এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। শোকজও করা হয় উদ্যোক্তাদের।
একাধিক দফায় বৈঠক হলেও দাম বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন মিলছিল না। ট্যারিফ কমিশনের হিসেব নিয়েও প্রশ্ন তোলে বাণিজ্য উপদেষ্টা। অবশেষে রোববার ব্যবসায়ীরা সরকারের অনুমোদন পেয়েছেন।
এর আগেও দুইবার সয়াবিন তেলের দাম সমন্বয়ের চেষ্টা হয়েছিল, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তাতে বাধা দেয়।
বর্তমানে বাজার পরিস্থিতি ও উৎপাদন ব্যয় পর্যালোচনার পর এই নতুন মূল্য কার্যকর করা হলো।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।