বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমলো

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১২:১১

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল রাতে (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, আজ (বুধবার) থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য:

  • ২২ ক্যারেট: ২,০৬,৯০৮ টাকা

  • ২১ ক্যারেট: ১,৯৭,৪৯৫ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৬৯,২৯১ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৪০,৭৬১ টাকা

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% অবশ্যই যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

এর আগে, ১৫ নভেম্বরও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময় ভরিতে ৫,৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২,০৮,২৭২ টাকায়।

চলতি বছর দেশের বাজারে মোট ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বৃদ্ধি হয়েছে ৫৩ বার, কমেছে ২৫ বার।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪,২৪৬ টাকা। চলতি বছর রুপার দাম সমন্বয় করা হয়েছে ৯ বার, যার মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top