পেঁয়াজ রফতানির অনুমতি চেয়ে আদালতের শরণাপন্ন ভারতের ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫২

ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক (ফাইল ছবি)

যশোর প্রতিনিধি:

অভ্যন্তরীণ সংকট ও মুল্যবৃদ্ধির অজুহাতে ভারত সরকারের পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েন ভারতীয় রফতানিকারকরা।  তাই, সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তারা পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার দিন এবং তার আগে টেন্ডার হওয়া পেঁয়াজ রফতানির অনুমতি চেয়ে ভারতের আদালতে মামলা দায়ের করেছেন ভারতীয় রফতানিকারকরা।

বাংলাদেশে রফতানির জন্য সীমান্তে অপেক্ষায় থাকা ট্রাকগুলোর পেঁয়াজ পচে যাওয়ায় তা ফেলে দিতে হচ্ছে ব্যবসায়ীদের। ভারতীয় রফতানিকারকদের জানান, গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এর ফলে ওই দিন সকাল থেকেই বন্দর দিয়ে আর কোন পেঁয়াজ রফতানি সম্ভব হয়নি।

তবে পাঁচদিন বন্ধের পর ১৩ তারিখে টেন্ডার পেঁয়াজের চালান রফতানির অনুমতি দেওয়ায় ১৯ তারিখে ১১টি ট্রাকে ২৪৬ টন পেঁয়াজ রফতানি করা হয়। কিন্তু আরও অনেক পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকলেও রফতানির অনুমতি না পাওয়ায় সেসব ট্রাকের বেশিরভাগ পেঁয়াজই পচে নষ্ট হয়ে যায়।

বাছাই করে এসব ট্রাকের কিছু ভালো পেঁয়াজ বিক্রি করা গেলেও  বাকিগুলো ফেলে দিতে বাধ্য হন তারা। রফতানি বন্ধ এবং পেঁয়াজ পচে যাওয়ায় দু’দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হন ভারতীয় ব্যবসায়ীরা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আগামীকাল ২৯ সেপ্টেম্বর এ নিয়ে শুনানী  সম্পর্কে শুনানি হওয়ার কথা রয়েছে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top