স্টার সিনেপ্লেক্স এবার মিরপুরে

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ০০:৫১

স্টার সিনেপ্লেক্স এবার মিরপুরে

২০ আগস্ট রাজধানীর মিরপুরে উদ্বোধন করা হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। মিরপুর ২ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলে তৈরি হয়েছে এটি। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এ কর্মকর্তা জানান, মিরপুর ২ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলে নির্মিত হয়েছে সিনেপ্লেক্সটি। এটি স্টার সিনেপ্লেক্সের চতুর্থ শাখা। এতে স্ক্রিন থাকছে মোট তিনটি। হলের পরিসর অনুযায়ী আসন সংখ্যা রয়েছে যথাক্রমে ৪০৮, ২২৫ ও ১৩৬টি।

মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মিরপুর ঢাকা শহরের অন্যতম বৃহত্তম এলাকা। এখানকার দর্শকদের সুবিধার কথা ভেবেই মাল্টিপ্লেক্স চালুর এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি মিরপুরবাসীর সিনেমা দেখার আনন্দে নতুন মাত্রা যোগ করবে। ১৯ আগস্ট থেকে টিকেট বিক্রি শুরু হবে, ২০ আগস্ট থেকে সিনেমা প্রদর্শন শুরু হবে। সরকারি নির্দেশনা মোতাবেক সকল স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শিত হবে।’

দেশের চলচ্চিত্রপ্রেমীদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর নগরীর বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স যাত্রা শুরু করে। পরবর্তীতে জিগাতলা, মহাখালীতে এর শাখা চালু হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top