বাপ্পি লাহিড়ির মৃত্যুতে রুনা লায়লার শোক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৫০
ভারতীয় কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ি চলে গেছেন না ফেরার দেশে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের জুহুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু উপমহাদেশের সংগীতে শোক নামিয়েছে।
বাংলাদেশেও বাপ্পি লাহিড়ির রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। দেশের কিংবদন্তি গায়িকা রুনা লায়লার সঙ্গেও কাজ করেছেন বাপ্পি লাহিড়ি। দুজনের মধ্যে ছিল পারিবারিক সম্পর্কও। দেখা হয়েছে বহুবার। আছে বহু গল্প।
বাপ্পি লাহিড়ির মৃত্যুতেই সেসব গল্পই স্মৃতিচারণে তুলে আনলেন রুনা লায়লা। তিনি গণমাধ্যমে বলেন, ‘১৯৭৯ ও ১৯৮৪ সালে বাপ্পি লাহিড়ির সুর-সংগীতে দুটি গান গেয়েছিলেন রুনা।
বাপ্পি লাহিড়িকে বাপ্পিজি বলে ডাকেন রুনা। স্মৃতিচারণ করে বলেন, ‘২০১৮ সালের ১৭ নভেম্বর কলকাতায় জন্মদিন উদযাপন করেছিলাম আমার। সেদিন গ্র্যান্ড ওবেরয় হোটেলে উপস্থিত হয়ে আমাকে চমকে দেন বাপ্পিজি।
আলমগীর সাহেবও (নায়ক আলমগীর) আমার সঙ্গে ছিলেন। আমরা উঠেছিলাম গ্র্যান্ড ওবেরয় হোটেলে। তখন একই হোটেলে সস্ত্রীক ছিলেন বাপ্পিজি। আমি আছি জেনে তিনি প্রথমে ফোনে শুভেচ্ছা জানান। তারপর ফুল ও কেক নিয়ে আমাদের কক্ষে হাজির হন স্ত্রী চিত্রানী লাহিড়িকে নিয়ে। চারজন মিলে কেক কেটেছি। জন্মদিনে তাকে এভাবে পেয়ে যাবো ভাবিনি। ঘটনাটা ছিল আমার জন্য চমক। কেক কাটার পর আমরা আড্ডা দিয়েছি। ‘সুপারুনা’র রেকর্ডিং নিয়ে স্মৃতিচারণা করেছিলাম। সেটাই ছিল আমাদের শেষ দেখা।’
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।