শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

দিয়াবাড়ী বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাঁচ দফা দাবি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৮:১২

সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। ২০২৫ সালের ৮ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, নিহতদের জন্য বিচার ও পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবিগুলো হলো—

১. পাইলটের ত্রুটি, বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণে অবহেলা ও স্কুলের বিল্ডিং কোড অমান্যের দায়ে সংশ্লিষ্টদের শাস্তি।

২. শহীদ পরিবারদের ক্ষতিপূরণ প্রদান।

৩. নিহতদের ‘শহীদী মর্যাদা’ ও স্মরণে মেমোরিয়াল নির্মাণ।

৪. প্রতি বছর ২১ জুলাই ‘জাতীয় শিক্ষা শোক দিবস’ ঘোষণা এবং স্থায়ী পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ।

৫. ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রয়োজনীয় পুনর্বাসন ব্যবস্থা।

পরিবারগুলো অভিযোগ করেছেন, ২০২১-২৪ সালের বিমানবাহিনীর বাজেটে দুর্নীতির কারণে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ সম্ভব হয়নি, যার ফলে ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং ১৭২ জন আহত হয়েছেন। তারা মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের বিল্ডিং কোড অমান্যকেও হতাহতের কারণ হিসেবে দেখেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিতরা বলেন, ২০২৫ সালের জুলাইয়ের ওই ঘটনায় কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন এবং ক্ষতিপূরণের আনুষ্ঠানিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পরিবারগুলো প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ন্যায়বিচারের দাবি করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top