মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চান সাব্বির আহমেদ হৃদয়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ০২:২২

চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চান সাব্বির আহমেদ হৃদয়

সাব্বির আহমেদ হৃদয় একজন বাংলাদেশী শীর্ষ ক্যাটাগরির সিনেমাটোগ্রাফার। তিনি একাধারে পরিচালক ও সম্পাদক। বাংলাদেশের আশেকুর রহমান চলচ্চিত্র শিল্পে প্রথম কাজের জন্য তিনি পরিচিতি লাভ করেন।

২০২১ সালে সাব্বির আহমেদ হৃদয়ের প্রথম মৌলিক চলচ্চিত্র "Wounded in the Corey Chest" মুক্তি পায়। এরপর আরটিভি এবং বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক লেবেল হৃদয় আহমেদ শান্তর ব্যানারে 'ব্লুমার এ টেল অফ গার্ল' ছবিটি মুক্তি পায়। এছারা '২০১৫ সালে বাংলাদেশের জনপ্রিয় পরিচালক কিস্তিমাত, মুসাফির, গেং স্টার রিটার্নের সঙ্গে তিনটি ছবি করেছেন তিনি।

সাব্বির আহমেদ হৃদয় নিউজফ্ল্যাশ৭১-কে এক সাক্ষাৎকারে জানান,

ইদানিং দেখতে পেয়েছি বাজেট নিয়ে কিছু চ্যানেলের কাজ করা হচ্ছে কিন্তু বাজেট অনুযায়ী কাজগুলো তেমন হচ্ছে না।

সম্প্রতি একটা ইউটিউব চ্যানেলের আপডেট সম্পর্কে সাব্বির আহমেদ হৃদয় বলেন, বুকের ভেতর কষ্ট শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্ম গান খুব শীঘ্রই প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সিঙ্গার স্বপ্নীল এম এ মামুন।

সাব্বির আহমেদ হৃদয় এই চ্যানেলের আগের সকল গান কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বলেন, এই চ্যানেলের অন্যান্য কাজ থেকে অনেক লো বাজেট ছিল। চ্যানেলের প্রডিউসার এবং মামুন ভাইকে চ্যালেঞ্জ করে কাজটা নিয়েছিলাম। মামুন ভাই যখন আমার অফিসে কাজটা প্রিমিয়ার করে।

মামুন ভাই নিজেই তখন বলে এটা আমার চ্যানেলের সেরা গান। তখন মামুন ভাইকে সাব্বির আহমেদ হৃদয় বলেন, ভাই সত্যি বলতে কি জানেন আমি মাথা দিয়ে কাজ বানাই আমার বাজেট কোন বিষয় না।

সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে সাব্বির আহমেদ হৃদয় একটা কথা বলেন, আপনারা ভাল কাজের সাথে থাকুন বাংলা গানের সাথে থাকুন ভালো কিছু উপহার দিব একদিন আমরা আপনাদেরকে মনে রাখবেন একটা কাজ বানাতে আহামরি টাকার প্রয়োজন নেই মাথা এবং ইচ্ছাশক্তি থাকলে হয়।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top