সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী চমক
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০৬:২৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আজ মঙ্গলবার অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানানো হয়। সে স্ট্যাটাসে সবার কাছে দোয়া চেয়েছেন চমক।
তবে কোথায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে এবং অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
খোঁজ নিয়ে জানা যায়, চমক মারাত্মক ভাবে আহত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন এই অভিনেত্রী।
চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে শোবিজে পা রাখেন। এরপর ওয়েব সিরিজ ‘হায়দার’, ‘মহানগর’, ধারাবাহিক নাটক ‘হাউস নম্বর-৯৬’, ‘সাদা প্রাইভেট, অসামপ্ত, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’র মতো বেশকিছু কাজ করে বেশ আলোচনায় আসেন।
বিষয়: অভিনেত্রী চমক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।