নির্বাচনে প্রার্থী হচ্ছেন ঢালিউড অভিনেত্রী পলি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ২১:২৮
ঢালিউডের নব্বই দশকের ব্যস্ততম অভিনেত্রী পলি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে। হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন ছাড়লেও পুরোপুরি ছুটে যাননি তিনি। পরিবার—স্বামী ও সন্তানকে কেন্দ্র করে চললেও চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে আজও ওতপ্রোতভাবে জড়িত পলি।
সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৬–২৭ সালের নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। আসন্ন নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পলি এবং জয় নিয়ে শতভাগ আশাবাদী জানান এই অভিনেত্রী।
পলি বলেন, “সম্মানিত ফিল্ম ক্লাব সদস্যবৃন্দ, আসন্ন ফিল্ম ক্লাব নির্বাচনে সদস্যপদে প্রার্থী হয়েছি। আপনাদের সক্রিয় সমর্থন ও একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার অনুরোধ জানাই।”
তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও একটি মূল্যবান ভোটই আমার এগিয়ে চলার শক্তি।”
চলচ্চিত্র থেকে দূরে থাকলেও ফিল্ম ক্লাবের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন অভিনেত্রী পলি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।