শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সেন্সর বোর্ডে নিষিদ্ধ হলো অনন্য মামুনের মেকাপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ২২:৪৩

ছবি সংগৃহিত

সেন্সর বোর্ডে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অনন্য মামুন পরিচালিত 'মেকাপ' সিনেমা।

সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সিনেমার বিরুদ্ধে আমাদের শোবিজের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে খাটো করা হয়েছে। তাই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে হলো।

তিনি আরও বলেন, অনন্য মামুন কেমন করে এই সিনেমাটি তৈরি করলেন জানি না। 'মেকআপ' একেবারে আমাদের ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছে। যেখানে যৌক্তিকতা নেই। এমন সিনেমা প্রদর্শনের অনুপযুক্ত।

এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান, তিনি এখনো নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাননি। তাই এ বিষয়ে কিছু আপাতত বলতে চান না তিনি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top