অ্যানিমেশন সিনেমায় শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৫:২১
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার পা রাখছেন ডিজনির অ্যানিমেটেড সিনেমায়। আসন্ন সিক্যুয়েল ‘জুটোপিয়া ২’-এর হিন্দি সংস্করণে তিনি কণ্ঠ দেবেন প্রিয় খরগোশ পুলিশ অফিসার জুডি হপস চরিত্রে।
ওয়াল্ট ডিজনি স্টুডিওস ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় ‘জুটোপিয়া ২’-এর এক মনোমুগ্ধকর পোস্টার প্রকাশ করেছে, যেখানে শ্রদ্ধা কাপুর ও জুডি একসঙ্গে দেখা যাচ্ছে। অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শ্রদ্ধা লিখেছেন, “‘জুটোপিয়া ২’-এর হিন্দিতে জুডি হপসের কণ্ঠস্বর হিসেবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। সে একজন সাহসী, প্রাণবন্ত এবং উৎসাহী চরিত্র। আমরা আপনাদের জন্য এক নতুন চমক নিয়ে আসছি।”
নির্মাতারা জানান, শ্রদ্ধার আকর্ষণ, উদ্যম ও উষ্ণতা জুডি হপসকে হিন্দি সংস্করণে আরও প্রাণবন্ত ও প্রিয় করে তুলবে।
এর আগে চলতি বছরের শুরুতে ডিজনি প্রকাশ করেছে ‘জুটোপিয়া ২’-এর ট্রেলার। ট্রেলারে দেখা যায়, জুডি হপস এবং বুদ্ধিদীপ্ত শিয়াল নিক ওয়াইল্ড (যার কণ্ঠ দিয়েছেন জেসন বেটম্যান) আবারও রসিকতা ও আবেগে ভরা অ্যাডভেঞ্চারে নামছেন।
নতুন ছবিতে জুডি থাকছেন জুটোপিয়া পুলিশ ডিপার্টমেন্টের উচ্চাকাঙ্ক্ষী অফিসার, আর নিকও তার সহযোগী হিসেবে যুক্ত। গল্পে দেখা যাবে, তারা এক রহস্যময় মামলার তদন্তের পাশাপাশি তাদের সম্পর্কেও রোমান্টিক মোড় আনছে।
সিনেমার ট্রেলারে দেখা যায় ‘অমিল জুটিদের থেরাপি সেশন’, যা শুরু করছে নতুন রাউন্ডের হাস্যরস, অ্যাডভেঞ্চার ও রঙিন জুটোপিয়া শহরের কাহিনী।
জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত ‘জুটোপিয়া ২’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৫ সালের ২৮ নভেম্বর, দর্শকদের উপহার দিতে প্রস্তুত হাসি, অ্যাকশন ও রোমাঞ্চের এক অনন্য সংমিশ্রণ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।