প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের রোমান্স
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৩:১৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবস ২০২৬-এ রেড কার্পেট থেকে শুরু করে অনুষ্ঠানস্থলের প্রতিটি মুহূর্তে নজর কেড়েছেন বলিউড-হলিউড তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাদের হাত ধরাধরি, চোখে চোখ রেখে হাসি এবং মধুর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা নিকের টাই ঠিক করছেন, আবার নিক প্রিয়াঙ্কার চুলে আলতো হাত বুলাচ্ছেন। একে অপরের প্রতি গভীর দৃষ্টি ও মুগ্ধতা পুরো উপস্থিতিকে আরও রোমান্টিক করেছে।
প্রিয়াঙ্কা কালো গাউনে ঝলমল করলেও বিশেষ নজর কেড়েছে তার আঙুলের বিশাল নীল হিরের আংটি। গ্ল্যামারাস সাজ ও দামি গয়না মিলিয়ে তাদের উপস্থিতি স্মরণীয় হয়ে উঠেছে।
সব মিলিয়ে, ২০২৬ সালের গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা-নিক প্রমাণ করেছেন, সাফল্য আর গ্ল্যামারের বাইরেও ভালোবাসা ও পারস্পরিক যত্নই সম্পর্কের শক্তি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।