রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

শাহরুখ খানের ‘কিং’: ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৬:১১

সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং তারকাবহুল কাস্টিং—সব মিলিয়ে ছবিটিকে ইতিমধ্যে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হিসেবে দেখানো হচ্ছে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি, তবে কাহিনি ও অ্যাকশন দৃশ্যের পরিধি বাড়তে বাড়তে তা ৩৫০ কোটি রুপিতে পৌঁছেছে। এতে এখনো বিপণন ও প্রচারণার খরচ যোগ হয়নি।

প্রথমে পরিচালক সুজয় ঘোষ ছবিটি পরিকল্পনা করেছিলেন, যেখানে শাহরুখের ভূমিকাটি সীমিত ছিল। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পটি হাতে নিয়ে শাহরুখের সঙ্গে বসে নতুন করে গল্প ও ভিশন সাজান। তারা চেয়েছিলেন এমন একটি ভারতীয় অ্যাকশন ছবি তৈরি করতে, যার ভিজ্যুয়াল বৈচিত্র্য ও পরিসর আন্তর্জাতিক মান ছুঁয়ে যাবে।

সিনেমাটিতে থাকবে ছয়টি বিশাল অ্যাকশন সিকোয়েন্স—এর মধ্যে তিনটি বাস্তব লোকেশনে, বাকিগুলো বিশেষভাবে নির্মিত সেটে শুট করা হবে। বিশেষ করে শাহরুখের ইনট্রোডাকশন দৃশ্যকে কেন্দ্র করে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যা ছবির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।

‘কিং’-এর প্রযোজনায় আছেন গৌরী খান ও মমতা আনন্দ, আর শাহরুখ নিজেও যুক্ত আছেন প্রযোজক হিসেবে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে। ট্রেড বিশ্লেষকদের মতে, ‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ও ব্যয়সাপেক্ষ প্রকল্পগুলোর একটি, যা মুক্তির পর ভারতীয় বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top