রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

জহির রায়হান নিখোঁজের পর অভাবে গাছের পাতা খেয়েছি : সুচন্দা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৬:১২

সংগৃহীত

দেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও সাহিত্যিক শহীদ জহির রায়হান ও অভিনেত্রী সুচন্দার ছেলে তপু রায়হান ঘোষণা দিয়েছেন, তিনি ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তপু রায়হান এই ঘোষণা দেন।

নিজের নির্বাচনী ইশতেহারকে ‘ঐকমত্যের ইশতেহার’ অভিহিত করে তপু রায়হান বলেন, “আমি কোনো প্রথাগত রাজনীতি করতে আসিনি, বরং সহযোগিতার রাজনীতি চালু করতে চাই। জয় বা পরাজয় থাকবেই, তবে মানুষের কল্যাণই আমার লক্ষ্য।”

এ সময় তার মা, বর্ষীয়ান অভিনেত্রী সুচন্দা, বলেন, “সন্তানদের মানুষ করেছি। আমার বিশ্বাস ছিল তারা তাদের বাবার মতোই মানবিক ও দেশপ্রেমিক হবে। আমার ছেলে তপুর মধ্যে তার বাবার প্রতিচ্ছবি দেখা যায়। সে সুযোগ পেলেই মানুষের কল্যাণে ছুটে যায়। তাই তার নির্বাচন করার সিদ্ধান্তে আমি খুশি।”

তপু রায়হান আরও বলেন, “নির্বাচিত হয়ে সংসদে গেলে আমি সহযোগিতামূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করব। জয়ী হই বা না হই, নির্বাচনের পর ঢাকা-১৭ আসনের যিনিই এমপি হোন, তার সঙ্গে একত্রে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করব।”

তিনি বলেন, “ঢাকা-১৭ এর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, শাহজাদপুর, ভাসানটেক ও মহাখালী এলাকার সমস্যা আমি জানি। সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধান করলে তা সারা দেশের জন্য কার্যকর মডেল হিসেবে কাজ করতে পারে।”

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top