উচ্চারণ নিয়ে একসময় উপহাস, এখন মেটা এআইয়ের কণ্ঠ দীপিকা পাডুকোন!
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৬:২২
বলিউড তারকা দীপিকা পাডুকোন একসময় নিজের কণ্ঠস্বর ও উচ্চারণ নিয়ে উপহাসের শিকার হয়েছিলেন। অথচ সেই কণ্ঠই আজ পৌঁছে গেছে বিশ্বমঞ্চে— মেটা এআইয়ের নতুন কণ্ঠ হিসেবে যুক্ত হয়েছেন দীপিকা।
সম্প্রতি সিএনবিসির গ্লোবাল লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে দীপিকা জানান, মেটা এআইয়ের সঙ্গে এই সহযোগিতা তার জন্য একটি “রোমাঞ্চকর নতুন যাত্রা”। তিনি বলেন, “এই মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে নতুন এসেই আমার উচ্চারণ ও কণ্ঠস্বর নিয়ে ঠাট্টা করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে গেছে। এখন সেই কণ্ঠই উদযাপিত হচ্ছে।”
দীপিকা আরও বলেন, “আমার জীবনে এমন অনেক কিছু ঘটেছে যা আমাকে নীরবে লড়াই করে জিততে হয়েছে। তাই এই যাত্রা আমার কাছে একেবারেই নতুন নয়।”
এআই প্রযুক্তি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে দীপিকা বলেন, “আমার মনে হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কিছু করতে পারে, কিন্তু মানুষের আবেগ ও অনুভূতি কখনোই নিতে পারবে না। এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি।”
উল্লেখ্য, ২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দীপিকার। প্রায় দেড় যুগের ক্যারিয়ারে তিনি অভিনয় দক্ষতা ও সাফল্যের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৫০০ কোটিরও বেশি রুপি বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।