‘স্বার্থপরের’ সাফল্যে উচ্ছ্বসিত শুভশ্রী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৬:৩৮
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বর্তমানে টানা সাফল্যের ধারায় ভাসছেন। ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর তার নতুন কাজ ‘অনুসন্ধান’ মুক্তির প্রথম দিনেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। আবারও নিজের অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন এই গুণী অভিনেত্রী।
তবে নিজের কাজের সাফল্যের বাইরেও অন্য এক সিনেমার অর্জনে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন শুভশ্রী। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমার ছবি ছাড়াও আমি এই মুহূর্তে কোয়েলদের ছবি ‘স্বার্থপর’ সিনেমার সাফল্যে ভীষণ খুশি হয়েছি। এত সুন্দর একটা ছবি, আর কোয়েলদির অসাধারণ অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে।”
শুভশ্রী আরও বলেন, “‘স্বার্থপর’-এর মতো একটি ছবির খুব দরকার ছিল। আমি কোয়েলদিকে নিয়ে ভীষণ গর্বিত। এই ছবির সাফল্য আরও অনেক পরিচালক ও প্রযোজককে সাহস দিয়েছে সামনে এগিয়ে আসার।”
তার ভাষায়, “ইতোমধ্যেই হয়তো অনেকেই আগামী দিনে এমন ছবির পরিকল্পনা শুরু করে ফেলেছেন। এই ধরনের ছবি আমাদের সবার জন্যই গর্বের।”
প্রসঙ্গত, শুভশ্রী চলতি বছর অভিনয় করেছেন ‘গৃহপ্রবেশ’ ও ‘ধুমকেতু’ ছবিতেও, যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। অন্যদিকে, কোয়েল মল্লিকের ‘স্বার্থপর’ বর্তমানে টলিউডে আলোচিত সাফল্যের অন্যতম উদাহরণ হয়ে উঠেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।