দ্বন্দ্বের জেরে ‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়লেন দিতিপ্রিয়া রায়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৪:৩৭
ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর দুই প্রধান অভিনেতা জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরে শেষপর্যন্ত ধারাবাহিকটি ছাড়লেন দিতিপ্রিয়া।
গত কয়েক দিনে ‘অপু-আর্য’ নামে পরিচিত এই দ্বন্দ্বের কারণে ধারাবাহিকের সেটে শুটিং ও পরিচালনার দায়িত্বে সংশ্লিষ্টরা চাপে পড়েছিলেন। জীতু কমল শুক্রবারে শুটিংয়ে ফিরলেও দিতিপ্রিয়া শনিবার সকালে নারী কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়ের পরামর্শ নেন এবং আর্টিস্ট ফোরামে লিখিত অভিযোগ জানান। এর পরই তিনি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন।
ঘনিষ্ঠ সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় জীতু কমলের ভক্তদের লাগাতার মন্তব্যের কারণে দিতিপ্রিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। চ্যানেল ও প্রযোজনা সংস্থা তার কাজ ছাড়ার বিষয়ে আলোচনা করে, যেখানে ফোরামও উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী, দিতিপ্রিয়াকে দু’মাসের নোটিশ দিতে হতো। তবে শারীরিক ও মানসিক কারণে তিনি নোটিশ পিরিয়ড ১৫ দিনে সীমিত করার অনুমতি চেয়েছিলেন।
সোমবার দুপুরে দিতিপ্রিয়া লিখিতভাবে জানিয়েছেন যে শারীরিক ও মানসিক অসুবিধার কারণে তিনি ধারাবাহিক চালিয়ে যেতে পারছেন না। ফোরাম বিষয়টি চ্যানেল ও প্রযোজনা সংস্থার বিবেচনার জন্য পাঠিয়েছে এবং ফোরাম সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না।
আবেদন করা হয়েছে, ধারাবাহিক বন্ধ না হয় এবং সব সহ-শিল্পী ও কলাকুশলীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত থাকে।
সূত্র জানিয়েছে, দিতিপ্রিয়ার পরিবর্তে ধারাবাহিকে নতুন চরিত্রে সম্ভবত প্রত্যুষা পাল, সৌমিতৃষা কুণ্ডু বা একদম নতুন মুখকে নেওয়া হতে পারে।
‘চিরদিনই তুমি যে আমার’ ওপার বাংলায় ব্যাপক জনপ্রিয়, তবে মুখ্য নায়ক-নায়িকার ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এমন ঘটনা বিরল। বিতণ্ডার সমাপ্তি এইভাবে হলো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।