শিল্পা শেঠি নিজের ব্যক্তিগত ছবি ও তথ্যের রক্ষা চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৫৯
বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি তার ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহার রোধ করতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি ‘প্রোটেকশন অফ পার্সোনালিটি রাইটস’ প্রাপ্তির জন্য আদালতে আবেদন করেছেন। এই বিষয়ে তিনি তার আইনজীবী, ‘বিগ বস’ খ্যাত সানা রইস খানের মাধ্যমে হাইকোর্টে আবেদন করেছেন।
শিল্পা শেঠির অভিযোগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তার নাম এবং ছবি অনুমতি ছাড়া ব্যবহার করছে। কিছু অসাধু ব্যক্তি প্রচারের স্বার্থে ভুয়ো ছবি ব্যবহার করছে এবং ছবি ও ভিডিও বিকৃত করে ছড়িয়ে দিচ্ছে। এর ফলে শুধু তার আর্থিক ক্ষতি হচ্ছে না, বরং ব্যক্তিগত ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইনজীবী সানা রইস খান বলেন, “শিল্পা শেঠির কষ্টার্জিত খ্যাতি কেউ অনুমতি ছাড়া নিজের স্বার্থে কাজে ব্যবহার করতে পারে না। বছরের পর বছর ধরে অর্জিত এই খ্যাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা অভিনেত্রীর ভাবমূর্তির উপর মারাত্মক প্রভাব ফেলছে।”
প্রসঙ্গত, শিল্পা শেঠির আগে বলিউডের আরও অনেক তারকা একই কারণে বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন। এদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং হৃতিক রোশন, যারা নিজেদের ব্যক্তিগত অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।