সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

দেব–শুভশ্রী প্রসঙ্গে বিতর্ক, অবশেষে মুখ খুললেন রুক্মিণী মৈত্র

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ১৩:২৫

সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক আবারও আলোচনায় আসায় দেবের বর্তমান বান্ধবী রুক্মিণী মৈত্রকে ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। অবশেষে নীরবতা ভেঙে এই বিষয়ে নিজের বক্তব্য দিলেন রুক্মিণী। তার দাবি, দেব–শুভশ্রীকে নিয়ে কিছু মহল ইচ্ছাকৃতভাবে আলোচনা তৈরি করছে—আর সেই আলোচনার মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে।

চলতি বছরের মাঝামাঝি মুক্তি পায় দেব ও শুভশ্রীর প্রায় এক দশক আগে শুটিং শেষ হওয়া চলচ্চিত্র ‘ধূমকেতু’। প্রযোজনা জটিলতায় দীর্ঘদিন আটকে থাকা ছবিটি মুক্তির পর তাদের পুরোনো জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহ বাড়ে। ছবির প্রচারণায় দেব ও শুভশ্রী একসঙ্গে মঞ্চে আসেন, ট্রেলার লঞ্চে অংশ নেন এবং পুরোনো গানে পারফর্মও করেন। পরে মন্দিরেও পূজা দিতে দেখা যায় তাদের। এসব ঘটনা সামনে আসতেই পুরোনো প্রেমের গুঞ্জন আবারও তুঙ্গে ওঠে।

নেটিজেনদের অনেকে দেব–শুভশ্রীকে ফের এক হওয়ার পরামর্শ দিতে শুরু করেন। অন্যদিকে দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীও নানান কটূক্তির শিকার হন।

এই প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী জানান—এসব বিতর্ক তাকে মোটেও প্রভাবিত করেনি। তার ভাষায়,

“যা রটছে তার সবটাই মিথ্যা। সেই মিথ্যেকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না। তাহলে তো আমি নিজেই বোকা। আমাকে বারবার একটা ট্র্যাপে ফেলতে চাওয়া হয়। আর আমি যদি ধরা দিই, তাহলে বোকাটা তো আমি-ই।”

তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে কে কী বলছে তা নিয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই, কারণ অনলাইন মন্তব্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিজের হাতেই থাকে।

দেব–শুভশ্রী জুটিকে ঘিরে নতুন করে বয়ে চলা আলোচনার মাঝেই রুক্মিণীর এমন মন্তব্য এখন বিনোদন জগতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top