বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৭:৪৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন অধ্যাপক ড. আবু সাইয়িদ।
অধ্যাপক ড. আবু সাইয়িদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি এক সময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন। তবে এক-এগারোর পর তিনি দলটির কেন্দ্রীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন।
এরপর দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অধ্যাপক ড. আবু সাইয়িদ। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
বিএনপিতে তার এই যোগদানকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।