মধুমিতা সরকার ফের বিয়ের পিঁড়িতে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৫:৪০
সব জল্পনার অবসান ঘটিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার সরস্বতী পূজার শুভ লগ্নে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজে-কলমে সাত পাকে বাঁধা পড়েন তিনি।
বিয়ের দিন মধুমিতা ধরা দিয়েছিলেন চিরায়ত বাঙালি কনের সাজে। লাল বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়না এবং কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা – সব মিলিয়ে তিনি ছিলেন মায়াবী রূপে। নিজের বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী বলেন, “পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।”
বিয়ের বর দেবমাল্য চক্রবর্তী পেশায় সফটওয়্যার প্রকৌশলী। তবে শখের বিষয়েও মিল রয়েছে, দুজনেই ভ্রমণ পিপাসু। তাদের পাঁচ বছরের প্রেম অবশেষে পরিণয়ে রূপ নিল। এর আগে ১৮ জানুয়ারি বাগদান সম্পন্ন করেছিলেন তারা।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ শোবিজের ঘনিষ্ঠজনরা। নবদম্পতির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
উল্লেখ্য, এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। আগে তিনি অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত ছিলেন, তবে সেই সংসার টেকেনি। দীর্ঘ বিরতি ও বিচ্ছেদের পর বন্ধু দেবমাল্যের সঙ্গে নতুন জীবনে পা রাখলেন ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী। নতুন দম্পতিকে ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।