শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণায় ভেঙে পড়লেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৭:২২

সংগৃহীত

ঢালিউড অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি গভীর ভালোবাসার জন্য বরাবরই পরিচিত। মায়ের মৃত্যুর দুই বছর পেরিয়ে গেলেও সেই শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। ২৪ জানুয়ারি মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে মাকে স্মরণ করেন এই অভিনেতা।

ছাদবাগানে মায়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করে শুভ লেখেন, কামিনী, কাঠগোলাপ ও বেলি ফুল ছিল তার মায়ের খুব প্রিয়। একসময় মায়ের জন্য ছাদে একটি কাঠগোলাপ গাছ এনে দিয়েছিলেন তিনি। এখন সেই গাছটি বড় হয়েছে, ফুলে ভরে যায়, কিন্তু মাকে আর তা দেখানো হলো না—এই আক্ষেপে ভেঙে পড়েন শুভ।

পোস্টে তিনি আরও লেখেন, আজও মনে হয় বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকবেন, মায়ের কোলে গিয়ে শুয়ে পড়বেন আর দোয়া চাইবেন। মায়ের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে সবার কাছে তার মায়ের জন্য দোয়া করার অনুরোধ জানান অভিনেতা।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ জানুয়ারি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরিফিন শুভর মা খাইরুন নেছা। দীর্ঘদিন অসুস্থ থাকার পাশাপাশি তিনি সিজোফ্রেনিয়াসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top