শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

তিন দশকের ক্যারিয়ার উদ্‌যাপনে রানী মুখার্জির আবেগঘন মুহূর্ত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৫:৪২

সংগৃহীত

তিন দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয়জীবন উদ্‌যাপনের এক বিশেষ সন্ধ্যায় রানি মুখার্জি করণ জোহরের সঙ্গে বসে ভাগ করেছেন তার ক্যারিয়ারের গল্প, সাফল্য ও সংগ্রামের মুহূর্ত এবং ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি। ইয়াশ রাজ ফিল্মস আয়োজিত এই ৮৪ মিনিটের আলাপচারিতায় তিনি প্রেক্ষাগৃহের বাইরে নিজের জীবনের অনুভূতি ও আবেগের আড়ালও প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারের সবচেয়ে স্পর্শকাতর মুহূর্ত আসে অনুষ্ঠানের শেষভাগে। করণ জোহর পড়েন রানীর কন্যা আদিরা মুখার্জির লেখা একটি চিঠি, যা সম্ভবত প্রথমবার প্রকাশ্যে শোনা হলো। চিঠিতে আদিরা লিখেছেন, “তুমি পৃথিবীর সেরা মা।” মা-মেয়ের একসঙ্গে কাটানো আনন্দ, হাসি-কান্নার মুহূর্ত ও রানীর ব্যক্তিগত বৈশিষ্ট্য চিঠিতে উঠে এসেছে। আদিরা তার মা থেকে পাওয়া অভিনয়, নাচ ও আঁকার দক্ষতার কথা উল্লেখ করার পাশাপাশি মায়ের স্বল্পমেজাজী দিকটিকেও মজার ছলে তুলে ধরেছেন।

চিঠির প্রতিটি লাইনে ফুটে ওঠে রানী মুখার্জির পর্দার বাইরের রূপ—যেখানে তিনি একজন তারকা নয়, বরং মা, আশ্রয় ও অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। আদিরা ভবিষ্যতে মায়ের মতো দয়ালু, আত্মবিশ্বাসী ও শক্তিমান হয়ে ওঠার স্বপ্নের কথাও ব্যক্ত করেছেন।

এদিকে, রানী মুখার্জি ‘মারদানি ৩’-এ পুনরায় কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে ৩০ জানুয়ারি। রানী তার সাহসী পুলিশ অফিসারের চরিত্রে দর্শকদের মুগ্ধ করবেন বলেই প্রত্যাশা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top