শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

২০২৬ সালে অস্কার মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৫:৪৩

সংগৃহীত

২০২৬ সালের ৯৮তম একাডেমি পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। এবারের দৌড়ে রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে রায়ান কুগলারের হরর ড্রামা ‘সিনার্স’, যা সেরা চলচ্চিত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে এগিয়ে রয়েছে।

সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার), এছাড়া মাইকেল বি. জর্ডান (‘সিনার্স’), টিমোথি শ্যালামে (‘মার্টি সুপ্রিম’), ইথান হক (‘ব্লু মুন’) এবং ভাগনার মোরা (‘দ্য সিক্রেট এজেন্ট’) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন জেসি বাকলি (‘হ্যামনেট’), রোজ বার্ন, কেট হাডসন, রেনেট রেইনসভে এবং এমা স্টোন (‘বিউগোনিয়া’)। পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছে এল ফ্যানিং ও ইঙ্গা ইবসডটার লিলিওয়াস (‘সেন্টিমেন্টাল ভ্যালু’), অ্যামি ম্যাডিগান (‘ওয়েপনস’), উনমি মোসাকু (‘সিনার্স’) ও টেয়ানা টেইলর (‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’)।

শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্রে মনোনীত হয়েছে আরকো, এলিয়ো, কে-পপ ডেমন হান্টার্স, লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অফ রেইন এবং জুটোপিয়া ২। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেডের জন্য মনোনয়ন পেয়েছে বাটারফ্লাই, ফরএভারগ্রিন, দ্য গার্ল হু ক্রাইড পার্লস, রিটায়ারমেন্ট প্ল্যান এবং দ্য থ্রি সিস্টার্স।

শ্রেষ্ঠ চিত্রগ্রহণের দৌড়ে রয়েছে ফ্রাঙ্কেনস্টাইন, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, সিনার্স এবং ট্রেন ড্রিমস। শ্রেষ্ঠ পোশাক সজ্জায় মনোনীত হয়েছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম এবং সিনার্স।

এবারের অস্কারে কোন সিনেমা ও অভিনয়শিল্পী বিজয়ী হবেন, সেটাই এবার দর্শক ও সিনেমাপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top