দীর্ঘ ২০ বছরের পর বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৯:২০
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে আসছেন। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় শেরেবাংলা এ কে ফজলু হকের পুণ্যভূমি বরিশালের বেলস পার্কে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের নেতাদের বুধবার (১৪ জানুয়ারি) রাতে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘদিন পর সরাসরি নেতাকে দেখার সুযোগ পেয়ে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
বিএনপি বরিশাল বিভাগ সফর এবং জনসভাকে সফল করতে প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে দুপুর ৩টায় একটি বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে, যেখানে বরিশালের সকল সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।