রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

মিশরে তিন হাজার বছর পুরনো নগরী আবিষ্কার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ২১:২৭

মিশরে তিন হাজার বছর পুরনো নগরী

মিশরে তিন হাজার বছর পুরনো নগরীর সন্ধান পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম জানায়, বালি খুঁড়ে পাওয়া হারানো শহরটিতে ফারাওরা বসবাস করতেন বলে গবেষকেরা ধারণা করছেন।

হারানো শহরটিকে 'দি লস্ট গোল্ডেন সিটি' সিটি হিসেবে আখ্যায়িত করেছেন প্রত্নতাত্তিকেরা। তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পর একে সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলেও তারা মনে করছেন।

মিশরের সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, বিখ্যাত ইজিপ্টোলজিস্ট জাহি হাওয়াস বৃহস্পতিবার (৮ এপ্রিল) নীল নদের পূর্ব পাড়ের নগরী লাক্সরের কাছে ‘লস্ট গোল্ডেন সিটি’ আবিষ্কারের ঘোষণা দেন।

তিনি বলেন, এটা মিশরে আবিষ্কার হওয়ার সব থেকে বড় পুরাতন নগরী। যেটি ‘আতেন’ নামে পরিচিত। গত বছরের সেপ্টেম্বর থেকে সেখানে খোঁড়াখুঁড়ি শুরু হয়।

ফারাও রাজা তৃতীয় আমেনহোতেপের আমলে এই নগরীর গোড়াপত্তন হয় বলে ধারণা করা হচ্ছে। সবথেকে শক্তিশালী ফারাও রাজাদের মধ্যে অন্যতম তৃতীয় আমেনহোতেপ খ্রিস্টপূর্ব ১৩৯১ থেকে ১৩৫৩ পর্যন্ত রাজত্ব করেন।

এমনকি ফারাও রাজা এওয়াই এবং তুতেনখামেনও এই নগরী ব্যবহার করেছেন।

এই নগরীর কাছেই ১৯২২ সালে তুতেনখামেনের সমাধি আবিষ্কার হয়।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top