শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় হচ্ছে না আজও

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ০৪:৪০

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় হচ্ছে না আজও

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ বাকি পাঁচ আসামির রায় হচ্ছে না আজও। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ এ তথ্য জানান।

বুধবার (২৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালতে মামলাটি রায় ঘোষনার জন্য ধার্য ছিল। কিন্তু প্রবীন আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে বন্ধ রাখা হয়েছে নিম্ন আদালতের কার্যক্রম। এজন্য পিছিয়ে গেলো এ মামলার রায়। তবে এখন পর্যন্ত রায় ঘোষণার পরবর্তী তারিখ ধার্য করা হয়নি।

এর আগে, ৩ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ১২ অক্টোবর ধার্য করেন। ওই দিন জামিনে থাকা এ মামলার পাঁচ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় আদালত তা পিছিয়ে ২৭ অক্টোবর ধার্য করেন।


এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top