শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ইভানা মৃত্যুর তদন্ত প্রতিবেদন পেছাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ০৩:০০

ইভানা মৃত্যুর তদন্ত প্রতিবেদন পেছাল

রাজধানীর পরীবাগে ইংরেজি মাধ্যম স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মৃত্যুর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

রবিবার (৭ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত নতুন এই তারিখ ধার্য করেন। ৭ নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। তাই নতুন তারিখ ধার্য করেন আলদাত।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর শাহবাগের পরীবাগে শ্বশুরবাড়ি থেকে ইভানার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ২৫ সেপ্টেম্বর রাতে ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী শাহবাগ থানায় এ মামলা করেন।

মামলার দুই আসামি হলেন- ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top