এবারও জমা পড়েনি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৪:৪৫
এবারও নির্ধারিত দিনে জমা পড়েনি চাঞ্চল্যকর ঘটনা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। তদন্তকারী সংস্থা র্যাবের আবেদনের প্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
রবিবার (২৬ ডিসেম্বর) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। এরপর আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। আদালতের নথি বলছে, এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত সময় দিয়েছেন ৮৪ বার।
র্যাবের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট খন্দকার শফিকুল আলম এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে সময় চেয়ে আবেদন করেন। হত্যা মামলার তদন্ত শেষ করতে বিলম্ব করায় এর আগে অসন্তুষ্টি প্রকাশ করেন ২টি পৃথক আদালত।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সাগর-রুনি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।