দুর্নীতি দূর করতে প্রধান বিচারপতিকে সর্বাত্মক সহযেগিতা করবে অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২২, ০১:৪৫
দুর্নীতি দূর করতে নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রবিবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যলয় কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং কোর্টেআয়োজন করা হয় এ সংবর্ধনার। অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরে বলেছিলেন, দায়িত্ব পাওয়ার পরে বিচারাঙ্গনে দুর্নীতি দূর করার বিষয়ে পদক্ষেপ নিবেন। দুর্নীতি দূর করার ক্ষেত্রে আমরা আপনাকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবো।
নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ছাড়াও বক্তব্য রাখেন বারের সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সংবর্ধনা অনুষ্ঠানে সকাল ১০টা ৩৫ মিমিটে আসন গ্রহণ করেন প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এর আগে আইনজীবীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয় কোর্টের এজলাস কক্ষ। পরে ১০টা ৪১ মিনিটের দিকে অনুষ্ঠান শুরু হয়।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।