ডিআইজি পার্থকে ১৫ লাখ টাকা ফেরতের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২, ০৬:৪১

ডিআইজি পার্থকে ১৫ লাখ টাকা ফেরতের নির্দেশ আদালতের

বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিককে গ্রেপ্তারের সময় ৮০ লাখ টাকা জব্দ করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাকার মধ্যে ৬৫ লাখ ১৪ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বাকি ১৪ লাখ ৮৬ হাজার টাকা (উপার্জিত)পার্থকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ নির্দেশ দেন। ঘুষ নেওয়া ও অর্থপাচারের মামলায় পার্থ গোপাল বণিককে পৃথক দুই ধারায় ৮ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, ‘পার্থ গোপাল বণিক ডিআইজি প্রিজন্স পদে কর্মরত অবস্থায় অনিয়মের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছিলেন, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদকে ডাকা হয়েছিল। দুদকে ডাকার পর তিনি তা স্বীকার করেন। এরপর তার বাড়িতে অভিযান চালায় দুদক। সেখান থেকে ৮০ লাখ টাকা জব্দ হয়েছিল। পরে জেলখানায় থাকা অবস্থায় তিনি কিছু ইনকাম ট্যাক্স দেওয়ার ঘোষণা দিয়ে এটাকে বৈধ করার চেষ্টা করেছেন। আদালত তার বিরুদ্ধে অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জব্দকৃত ৮০ লাখ টাকার মধ্যে ৬৫ লাখ ১৪ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাকি ১৪ লাখ ৮৬ হাজার টাকা (উপার্জিত) ফেরত দিতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘দুদক আইনের পৃথক দুই ধারায় তাকে ৮ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এক ধারায় ৫ বছর এবং আরেক ধারায় তাকে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top