করোনায় প্রাণ হারালেন বিচারপতি নাজমুল আহাসান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২২, ০০:১৯

করোনায় প্রাণ হারালেন বিচারপতি নাজমুল আহাসান

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বিচারপতি নাজমুল আহাসান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিলো বিগত মাসে। নাজমুল আহাসান বাদে নিয়োগ পাওয়া অন্য তিন বিচারপতি ঐদিনই শপথ নেন। করোনা আক্রান্ত হওয়ায় নাজমুল আহাসান ঐদিন শপথ নিতে পারেননি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top