আত্মসমর্পণের পর জামিন পেলেন নোবেলজয়ী ড. ইউনূস
রায়হান রাজীব | প্রকাশিত: ৩ মার্চ ২০২৪, ১৪:২১
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ ৪ আসামির জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইবুনাল।
সেইসঙ্গে এ মামলার আপিল শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। রোববার (৩ মার্চ) সকালে জামিনের মেয়াদ শেষ হওয়ায় শ্রম আপিল ট্রাইব্যুনালের হাজির হয়ে জামিন আবেদন করেন ড. ইউনূস। জামিন নিতে আসেন গ্রামীণ টেলিকমের আরও তিন আসামি।
এদিন ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ হাইকমিশন, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের পর্যবেক্ষকরা আদালতে উপস্থিত ছিলেন। এ বছরের ১ জানুয়ারি ইউনূসসহ ৪ আসামির ৬ মাসের কারাদণ্ড হয়। এক মাসের মধ্যে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন শ্রম আদালত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।