শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

হলমার্ক কেলেঙ্কারি

তানভীর-জেসমিনসহ ১৮ জনের মামলার রায় আজ

রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪, ১৪:০০

ছবি: সংগৃহীত

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেই মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও তার স্ত্রী জেসমিন ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এ রায় ঘোষণা করবেন।

সোনালী ব্যাংক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় এক যুগ আগে ১১টি মামলা হয়। এসব মামলায় হলমার্ক গ্রুপের মালিক ও কর্মীদের পাশাপাশি আসামি করা হয় সোনালী ব্যাংকের একাধিক কর্মকর্তাকেও।

গত ২৮ জানুয়ারি মামলার যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের তারিখ ২৮ ফেব্রুয়ারি ঠিক করেন। কিন্তু ওইদিন আরো দুজনের সাক্ষ্য গ্রহণের জন্য দুদকের পক্ষ থেকে সময় আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় এ মামলা হয়।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top