• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সংসার করা হলো না জল্লাদ শাহজাহানের

রায়হান রাজীব | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১৪:৪৫

ছবি: সংগৃহীত

প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও শাশুড়ি শাহিনূর বেগমসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। রবিবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র এ কে এম রকিবুল হাসানের আদালতে এই মামলার আবেদন করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করে আগামী ২৭ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- শাহজাহানের শ্বশুরবাড়ির স্বজন দীন ইসলাম, আজিদা বেগম, রাসেল ও বাবলু।

মামলা দায়ের শেষে শাহজাহান বলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনরা যোগসাজশে বিয়ে করে আমাকে প্রতারণার ফাঁদে ফেলেছেন। বিয়ের দেড় মাস পর আমার কাছ থেকে নেওয়া ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এর কয়েক দিন পর আদালতে গিয়ে সাথী উল্টো আমার নামে মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা করেছে। আমি আইনজীবীর পরামর্শে আমার স্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই। আদালতে আমি ন্যায়বিচার পাব বলে আশা করি। জল্লাদ শাহজাহানের আইনজীবী ওসমান গনি মামলা পরিচালনা করেন।

জীবনের ৪৪ বছর কারাবরণের পর জেল থেকে বের হয়ে বিয়ে করেছিলেন জল্লাদ শাহজাহান। স্বপ্ন দেখেছিলেন আর দশটি মানুষের মতই সংসার সাজাবেন তিনি। উপভোগ করবেন সুন্দর ও স্বাভাবিক জীবন। কিন্তু ঘটে গেল তার উল্টো চিত্র।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top